রক্তের গন্ধ এখনো বাতাসে – এজন্যই কি রক্ত ঢেলে দিয়েছিল আমাদের সন্তানেরা?
মুহাম্মদ আহসান উল্লাহ (কুমিল্লা)
রক্তের গন্ধ এখনো ভাসে এই মাটির বাতাসে। শহীদদের সেই তাজা রক্ত, যা একদিন লাল করে দিয়েছিল বাংলার মাটি, আজও আমাদের স্মৃতিকে নাড়া দেয়। তারা হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিল, শুধু একটি স্বপ্নের জন্য—স্বাধীন, সুন্দর, সমৃদ্ধ, শান্তির বাংলাদেশ গড়ার জন্য।
কিন্তু প্রশ্ন জাগে—এটাই কি সেই বাংলাদেশ, যার জন্য আমাদের সন্তানেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল? এটাই কি সেই মাটি, যেখানে তারা চেয়েছিল শোষণমুক্ত সমাজ, ন্যায়বিচারের শাসন, এবং সবার জন্য সমান অধিকার? আজ যখন আমরা চারপাশে অবিচার, দুর্নীতি, লোভ, সহিংসতা ও মানবতার অবক্ষয় দেখি, তখন মনে হয়—আমরা কি শহীদদের স্বপ্নকে ভুলে গেছি?
আমাদের সন্তানেরা নিজেদের ভবিষ্যৎ উৎসর্গ করেছিল, যেন আমরা মুক্তভাবে শ্বাস নিতে পারি, যেন বাংলাদেশ হয় ভালোবাসা, ঐক্য আর সত্যের প্রতীক। কিন্তু যদি এই দেশ হয় বিভক্তির, ক্ষমতার অপব্যবহারের, আর অন্যায়ের স্বর্গরাজ্য—তাহলে এটি কোনোভাবেই আমাদের কাম্য বাংলাদেশ নয়।
বাংলাদেশের সত্যিকারের সৌন্দর্য হবে তখনই, যখন শহীদের রক্তের মর্যাদা রক্ষা হবে ন্যায়, সততা, মানবতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে। আমাদের প্রতিজ্ঞা হোক—আমরা এমন বাংলাদেশ গড়ব, যেখানে রক্তের গন্ধ থাকবে শুধু ইতিহাসের পাতায়, বাতাসে নয়