শিক্ষার মান উন্নয়নে লালমাইর আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ।
মু. আহসান উল্যাহ (কুমিল্লা)
লালমাই উপজেলার আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবক সমাবেশ (১৪ আগষ্ট) বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত শুরু হয়ে।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালিত হয়ে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আক্তারুজ্জামান মজুমদার রকেট, বিমল কুমার সিংহ, যুবদল নেতা মোবারক হোসেন, অভিভাবক আলহাজ্ব মুকবুল হোসেন মিলন।
বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ইউসুফ জামিলের সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিদ্ধার্থ সিংহ, মুহাম্মদ বিল্লাল হোসেন সহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক। বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দেন। এছাড়া নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেন।