জনাব মনিরুল হক চৌধুরী বলেছেন।
ওনি ভবিষ্যতে এম পি হবেন কি,হবেন না,এটা ওনার কাছে গুরুত্বপূর্ণ না।ওনি যদি জীবদশায় সাবেক কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা, অধিকার হারানো মানুষের কাছে ফিরিয়ে দিতে পারেন,ওটাই হবে ওনার রাজনৈতিক জীবনের একটা বড় সফলতা।কারন ওনিই একমাত্র নেতা যিনি এই এই এলাকার মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার জন্য ২০০৮ সাল থেকে সংগ্রাম করছেন।আর কোন বড় বড় পদ পদবী পাওয়া নেতাকে ওনি সাথে পাননি।
আমরা আশাবাদী আমরা আমাদের হারানো অধিকার ফিরে পাব। ইনশা আল্লাহ।