লালমাই থানার উদ্যোগে ওপেন হাউজ ডে-২০২৫ অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
লালমাই থানার উদ্যোগে ওপেন হাউজ ডে- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২০ আগস্ট, ২০২৫ সকাল ১১টায় লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে “আমার পুলিশ আমার দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই থানা পুলিশ এর আয়োজনে ওপেন হাউজ ডে-২০২৫ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংবাদিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ওসি তদন্ত ইনস্পেক্টর মোঃ শরীফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লালমাই থানা সেকেন্ড অফিসার সাব ইনস্পেক্টর মোঃ ফারুক, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাসুদ করিম, সদস্য সচিব মোঃ ইউসুফ আলী মীর পিন্টু,লালমাই উপজেল মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক আমিন,
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সর্দার,জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ ইমাম হোসাইন, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সি. যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ, যুগ্ম আহবায়ক ডাঃ মহিন উদ্দিন মইন, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম,বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ইকবাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলার সাবেক আহবায়ক মোঃ নোমান হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন অপু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন লালমাই থানা পুলিশ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
এ-সময় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশের টহল জোরদার, ইভটিজিং, জুয়া, কিশোর গ্যাং, অপরাধীদের পক্ষে থানায় তদবির, চাঁদাবাজি ও থানা এলাকায় দালাল চক্রের দৌরাত্ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।