কুমিল্লা মহাতীর্থ চণ্ডীমূড়া সেবাশ্রমে গীতাযজ্ঞ ও মাসিক ভোগ অনুষ্ঠিত
তাপস চন্দ্র সরকার।। আজ শুক্রবার (২২ আগস্ট ২০২৫) প্রতি মাসের ন্যায় এই মাসেও বিশ্ব শান্তি কল্পে মানব কল্যাণ কামনায় কুমিল্লা লালমাই উপজেলাধীন লালমাই পাহাড়চূড়াস্থিত মহাতীর্থ চণ্ডীমূড়া সেবাশ্রমে মহা-গীতাযজ্ঞ, মাসিক ভোগ এবং দ্বি-প্রহরে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
ওই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিশূল উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. বিশ্বজিৎ দেব, ত্রিশূল উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাপস কুমার নাহা, ত্রিশূল উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ ও ত্রিশূল উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার (সাংবাদিক), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদ কুমিল্লার সদস্য সচিব দীলিপ কুমার নাগ কানাই, জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সাগর দাশ, হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখার সভাপতি অসিম দেব বর্মন, জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক শিবপ্রসাদ মজুমদার রাহুল ও এডভোকেট তাপস চন্দ্র সরকার এর ছেলে অরন্য সরকার প্রিন্স প্রমুখ। এ-সময় উপস্থিত ছিলেন- মহাতীর্থ চণ্ডীমুড়া সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রী দূর্লভ চন্দ্র দাস, মহাতীর্থ চণ্ডীমুড়া সেবাশ্রমের সভাপতি ডাঃ দীলিপ সরকার ও সদস্য অমর সূত্রধরসহ সহস্রাধিক ভক্ত-শ্রোতা। অনুষ্ঠানে ধর্মীয় গান ও গীতা পাঠ করেন- তাপস চন্দ্র দাস এবং ধর্মীয় আলোচনা করেন চন্দন গোস্বামী।