কুমিল্লার বরুড়ায় মাদক সম্রাট রাজা মিয়া বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার
বরুড়া প্রতিনিধি :-
বরুড়ার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের বালুয়া এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে শীর্ষ মাদক সম্রাট রাজা মিয়া কে এক হাজার পিচ ইয়াবা সহ গতকাল গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ।
বরুড়া থানার এস আই শুভ ও সঙ্গীয় ফোর্স গতকাল রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে লগ্নসার নার্সারির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ মাদক কারবারি রাজা মাস্টার কে ১ হাজার পিচ ইয়াবা সহ আটক করেছে।
ইতিমধ্যেই রাজা মিয়ার বিরুদ্ধে বরুড়া থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে রাজা মিয়ার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে, সাথে সাথে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার গন্যমান্য ব্যাক্তিরা বলেন রাজা মিয়ার কাছ থেকে এলাকার বাকি মাদক কারবারীদের নাম গুলো বের করে যেন তাদের কেও গ্রেফতার করা হয়।