কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের নির্বাহী সদস্য জনাব মানিক মিয়ার আবেগঘন স্ট্যাটাস
প্রিয় জাতীয়তাবাদী দল বিএনপি,,তুমি আমার যৌবনে প্রথম প্রেম, তোমার সাথে প্রেম করার কারণে আমি বার বার কারাবরন করেছি,তোমার সাথে প্রেম করার কারণে আমি ১৭টি মামলায় আমি ৪১৯ দিন কারাবাস করতে হয়েছে, তোমার সাথে সঙ্গ দিতে গিয়ে আমার গর্বধারনী ক্যান্সারেআক্রান্ত হয়ে অকালে বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করে, তোমাকে সময় দিতে গিয়ে আমার স্ত্রী সন্তান কে সময় দিতে পারিনি, তোমার সাথে প্রেম করে আমি আমার মা,বাবাকে ও স্ত্রী সন্তানের জন্য কিছু করতে পারিনাই আমি আজ নিঃস্ব টাকা পয়সা কিছু নেই আমার আছে শুধু বুক ভরা আর্তনাদ আর চোখ ভরা স্বপ্ন আমি কি আমার স্ত্রী সন্তানের স্বপ্ন পূরণ করতে পারবো আমার মন আমাকে বার বার জিজ্ঞেস করে, আজ যারা দলের জন্য কিছু করেনাই বিদেশে পালিয়ে ছিল তারাই আমাকে বলে তোমার দলের জন্য অবধান কি তখন আমি তার মুখের দিকে নির্বাক হয় তাকিয়ে থাকি আর ভাবি সে আসলে তো আমি দলের জন্য কি করেছি সে তো আ লীগের দালালী করেছে বিএনপির নেতাদের দালালী করছে এবং মাঝে মাঝে বিদেশে থেকে এসে নেতাদের কে এটা ঐটা দামি মোবাইল উপহার দিয়েছে আমি তো কিছুই দেয়নি তার কথা তো সত্যি, আমি দলের জন্য কি করেচি তার মূল্যায়ন করবে দলের ত্যাগী নির্যাতীত নেতা আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান আমি সেই অপেক্ষায় আছি