মাজলিসুল ওয়ায়েজীন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের চাঁদপুর জেলা সফর
মুহাম্মদ আহসান উল্যাহ (কুমিল্লা)
ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ আউলিয়ায়ে কিরামদের পুন্যভুমি চাঁদপুর জেলায় সাংগঠনিক সফরে মাজলিসুল ওয়ায়েজিন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মুহাম্মাদ ইসহাক জামিল। এসময় তিনি জেলার বিভিন্ন দরবার শরীফ, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় আলেম-ওলামার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।
সফরের শুরুতে তিনি ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফের পীর সাহেব কিবলার সাথে বিশেষ সাক্ষাতে মিলিত হন। সেখানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ দাওয়াতি পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়। এরপর তিনি বাগাদী দরবার শরীফের মরহুম পীর সাহেবগণের মাজার জিয়ারত করেন। সেখান থেকে বাগাদী দরবার শরীফের পীরজাদা সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও চাঁদপুর জেলা শাখার আহবায়ক অধ্যাপক আল্লামা মাহফজ উল্যাহ ইউসুফী সাহেবের সাথে বিশেষ সাক্ষাতে মিলিত হন। পরে তিনি উত্তরবালিয়া দারুসসুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও পীর ছালামত উল্যাখাঁন (রহ.) এতিমখানা পরিদর্শন করেন। শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং দ্বীনি শিক্ষার প্রসারে সংগঠনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। পর্যায়ক্রমে ঢালির ঘাট দারুসসুন্নাহ আহমাদিয়া হিফজ মাদরাসা ও তারবিয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, যেখানে আলেম-ওলামা, শিক্ষার্থীগণ ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শাহজাহান চাঁদপুরী , চাঁদপুর জিলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা শরীফ বিন ইউনুস , কেন্দ্রীয় সদস্য মাওলানা জামশেদুল আলম , মাওলানা নেছার উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মহাসচিব ও চাঁদপুর জেলা শাখার আহবায়ক আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী বলেন—“বর্তমান সময়ে আউলিয়ায়ে কিরামের উত্তরসূরী আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের ঐক্য অপরিহার্য। মাজলিসুল ওয়ায়েজীন বাংলাদেশ সেই ঐক্যের প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে, উম্মাহর বিভক্তি দূর হয়ে ইসলামের দাওয়াত ও তাসাউফের বিশুদ্ধ ধারা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশা আল্লাহ।”
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মুহাম্মাদ ইসহাক জামিল বলেন—“মাজলিসুল ওয়ায়েজীন বাংলাদেশ বিভক্তির জন্য নয়, বরং ঐক্যের সেতুবন্ধন। উম্মাহর কল্যাণে আউলিয়ায়ে কিরামের মিশনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এই সংগঠনের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ।”
দিনব্যাপী সফরের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয় চাঁদপুর ডিসি অফিস সংলগ্ন ইউরেশিয়া কনভেনশন সেন্টারে। বাদ ইশার পর আয়োজিত বিশেষ সভায় সাংগঠনিক পরিকল্পনা, ভবিষ্যৎ কর্মসূচি এবং দেশব্যাপী কার্যক্রমের গতি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মুহাম্মাদ ইসহাক জামিল সফরের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতার জন্য স্থানীয় উলামায়ে কেরাম ও মুরুব্বিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।