বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় A+প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ২টায় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক দের অংশগ্রহণে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন জিলানী,বাগমারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সদস্য মোঃ সোহরাব হোসেন।
এসময়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীয় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী
জান্নাতুল মাওয়া নুহা,জান্নাতুন নূর তাসমীম,ইসরাত জাহান তামান্না,বৃষ্টি রানী ভৌমিক, শাহরিয়া মজুমদার সূচনা,সাদিয়া নওরিন মোহনা,মোসাঃ নুসরাত জাহান নুহা,সুবাইতা জাফরিন আরিশা,উম্মে হাবীবা নিশি, মোসাঃ নিশাত জাহান,লুৎফা জামান জেরিন কে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।