বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলার
ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত ওলামা সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
মুহাম্মদ আহসান উল্যাহ কুমিল্লা
আজ সকাল ৭.০০ টায় ছোট শরীফ পুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা দক্ষিণের মজলিশে শূরা সদস্য, উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদূন নূরের সভাপতিত্বে এবং জেলা ওলামা বিভাগের সেক্রেটারি ও লালমাই উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মু, মফিজুর রহমানের পরিচালনায়-
প্রধান অতিথিঃ-
মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত,
সাবেক কেন্দ্রীয় সভপতি,
বাংলাদশ ইসলামি ছাত্র শিবির ও সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা ১০ নির্বাচনীএলাকা।
প্রধান বক্তাঃ-
ড. মাওলানা মু, হিফজুর রহমান,
অধ্যক্ষ, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা।
বিশেষ অতিথিঃ-
@ মাওলানা মু, আবদুল হালিম,হেড মুহাদ্দিস
গাজীমূড়া কামিল মাদ্রাসা, লাকসাম।
@ মুফতি মাওলানা শামছুদ্দোহা আশ্রাফী
ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা,কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ও ১০ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী।
@ মাওলানা মু, আবদুল খালেক,
সভাপতি, ওলামা বিভাগ, কুমিল্লা দক্ষিণ জেলা।
@ মাওলানা, এইচ,এম, নুরুল্লাহ্
সাবেক আমীর, লালমাই উপজেলা।
@ মাওলানা মু,সানা উল্লাহ্ বাশারী,
অধ্যক্ষ,লক্ষ্মণপুর ফাজিল মাদ্রাসা, মনোহরগঞ্জ।
আরও বক্তব্য রাখেন –
বিজরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, খেলাফত মজলিস, কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি মাওলানা মু, আমীর হামজা,ভূশ্চি বাজার বায়তুস সালাম জামে মসজিদের খতিব,মাওলানা আবু তাহের রহমতপুরী সহ আরও অনেকে।