মুহাম্মদ আহসান উল্যাহ স্টাফ রিপোর্টার :-
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লালমাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দারিদ্র্য বিমোচনের লক্ষে ২০জন প্রশিক্ষণার্থীদের নিয়ে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সমন্বিত খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারণে এবং বায়োগ্যাস প্রযুক্তিবিষয়ক পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ এর সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহামুদুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত সেন, এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক ভূঁইয়া, প্রদীপ কুমার দে, সফল উদ্যোক্তা মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার প্রমুখ।