মুহাম্মদ আহসান উল্যাহ স্টাফ রিপোর্টার:-
কুমিল্লা লালমাই উপজেলার ভুশ্চি বাজার ইসলামী পাঠাগার ও সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত তাফসির মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে বয়ান করেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছির, ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া।
বিশেষ মুফাচ্ছির হিসেবে বয়ান করেন গাজীপুর জামিয়া মাদানীয়া আরাবীয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহীম আল-মাদানী
এছাড়াও বয়ান করেন পরতী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবদুন নূর, মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা আবদুল কাদের মোমতাজী, মাওলানা হাবিবুর রহমান সাইফি সহ বহু ওলামায়ে কেরাম।
ভুশ্চি বাজার ইসলামী পাঠাগার ও সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মাওলানা আবদুল মোতালেব এর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি, কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, কুমিল্লা পূর্ব জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাম হোসাইন, ভূলইন উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসাইন, ভূলইন দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির রবিউল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মো. কামাল হোসেন, প্রচার-মিডিয়া ও সংস্কৃতি সম্পাদক মাসউদ মজুমদার প্রমুখ।
মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন ময়নামতি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।