মুহাম্মদ আহসান উল্যাহ স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমাই উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
২৭শে ডিসেম্বর (শুক্রবার) বেলা ৩ টায় হরিশ্চর স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. ইমাম হোসাইন এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের লালমাই উপজেলার সভাপতি মুঃ কামাল হোসেন, শিক্ষক বিভাগ লালমাই উপজেলার সভাপতি মাওলানা মুঃ মেজবাউল ইসলাম প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমাই উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ, শিক্ষক বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমাই উপজেলার আগামী ২ বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুঃ খায়রুল ইসলাম। নবগঠিত কমিটির সভাপতি মাওঃ মুঃ মহি উদ্দিন ও সাধারণ সম্পাদক মুঃ সাইফুল ইসলাম সহ উপজেলা ৯ টি ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলার নবগঠিত কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মুঃ খায়রুল ইসলাম ও ৯ টি ইউনিয়নের নবগঠিত কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান উপজেলার সভাপতি মাওঃ মুঃ মহি উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মু. ইকবাল হোসাইন।