ওমর ফারুক – ফেনী জেলা প্রতিনিধি। (২৭.১২.২০২৪) বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ফেনী জেলার দ্বি-বার্ষিক সম্মেলন (২০২৫ & ২০২৬ কার্যকালের জন্য) অনুষ্ঠিত হয়েছে। ৩৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ ইউনুস এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ ওমর ফারুক।
এই সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইউনুস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব অধ্যাপক লিয়াকাত আলী ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী জেলা সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আজিজুল হক, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন, পৌর শাখার সভাপতি জাকির হোসেন রুবেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ফেনী জেলার বিভিন্ন টার্মিনালের দায়িত্বশীলেরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।