মোস্তফা কামাল মজুমদার
আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা।
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছেইন অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের আমতলা এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত কয়েক মাস আশুলিয়ার কাঠগড়া এলাকায় ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানায় বেতন পরিশোধ নিয়ে জটিলতা চলছিল। তবে কথাছিল শ্রমিকদের বেতন মাসের প্রথম সপ্তাহে প্রদান করা হবে। প্রথম সপ্তাহে বেতন পরিশোধ না করায় গত ৯ তারিখ থেকে আন্দোলন করছে শ্রমিকরা। আজ সকালে শ্রমিকরা কাজে আসলে কারখানা বন্ধ দেখতে পায়। পরে শ্রমিকরা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
তারা আরও জানান, জানুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। বকেয়া বেতনের দাবিতে আজ রবিবার সকাল ৮টা থেকে কারখানা সংলগ্ন কাঠগড়া-বিশমাইল সড়কের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ২টায় শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি চলছিল।
কারখানার এক নারী শ্রমিক বলেন, কয়েক মাস ধরেই সময় মতো বেতন দেওয়া হয় না। আন্দোলন করে বেতন আদায় করতে হয়। এ মাসের ৯ তারিখে বেতন পরিশোধ ছাড়াই ১৩ তারিখ পর্যন্ত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ১৫ তারিখে নোটিস দিয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও ছুটি ঘোষণা করা হয়। গত মাসের বেতন না দেওয়ায় শ্রমিকেরা আন্দোলন করছেন। আমরা কারখানা খুলে দেওয়ার দাবি জানাই। একইসঙ্গে বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানাই। কারণ বাসা-ভাড়া ও দোকানের বাকি টাকার জন্য বাসার মালিক ও দোকান মালিক চাপ দিচ্ছেন।
ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর মো. তারেকুল ইসলাম বলেন, ‘আমরা অতীতে নিয়মিতভাবে শ্রমিকদের বেতন পরিশোধ করেছি। ডিসেম্বর মাসের বেতন মালিক বিভিন্নভাবে সংগ্রহ করে পরিশোধ করেছেন। বর্তমানে আমরা ব্যাংক সুবিধা পাচ্ছি না। যার ফলে বেতন পরিশোধে বিলম্ব হয়েছে। তবে খুব শিগগিরই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।’
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকেরা জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে শিল্পপুলিশের টিম রয়েছে। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক দেশের বাইরে রয়েছেন। ইতোমধ্যে পুলিশের সঙ্গে কারখানার একজন মহাব্যবস্থাপকের (জিএম) যোগাযোগ হয়েছে। তিনি কারখানায় এসে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।শুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
মোস্তফা কামাল মজুমদার
আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা।
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছেইন অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের আমতলা এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত কয়েক মাস আশুলিয়ার কাঠগড়া এলাকায় ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানায় বেতন পরিশোধ নিয়ে জটিলতা চলছিল। তবে কথাছিল শ্রমিকদের বেতন মাসের প্রথম সপ্তাহে প্রদান করা হবে। প্রথম সপ্তাহে বেতন পরিশোধ না করায় গত ৯ তারিখ থেকে আন্দোলন করছে শ্রমিকরা। আজ সকালে শ্রমিকরা কাজে আসলে কারখানা বন্ধ দেখতে পায়। পরে শ্রমিকরা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
তারা আরও জানান, জানুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। বকেয়া বেতনের দাবিতে আজ রবিবার সকাল ৮টা থেকে কারখানা সংলগ্ন কাঠগড়া-বিশমাইল সড়কের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ২টায় শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি চলছিল।
কারখানার এক নারী শ্রমিক বলেন, কয়েক মাস ধরেই সময় মতো বেতন দেওয়া হয় না। আন্দোলন করে বেতন আদায় করতে হয়। এ মাসের ৯ তারিখে বেতন পরিশোধ ছাড়াই ১৩ তারিখ পর্যন্ত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ১৫ তারিখে নোটিস দিয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও ছুটি ঘোষণা করা হয়। গত মাসের বেতন না দেওয়ায় শ্রমিকেরা আন্দোলন করছেন। আমরা কারখানা খুলে দেওয়ার দাবি জানাই। একইসঙ্গে বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানাই। কারণ বাসা-ভাড়া ও দোকানের বাকি টাকার জন্য বাসার মালিক ও দোকান মালিক চাপ দিচ্ছেন।
ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর মো. তারেকুল ইসলাম বলেন, ‘আমরা অতীতে নিয়মিতভাবে শ্রমিকদের বেতন পরিশোধ করেছি। ডিসেম্বর মাসের বেতন মালিক বিভিন্নভাবে সংগ্রহ করে পরিশোধ করেছেন। বর্তমানে আমরা ব্যাংক সুবিধা পাচ্ছি না। যার ফলে বেতন পরিশোধে বিলম্ব হয়েছে। তবে খুব শিগগিরই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।’
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকেরা জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে শিল্পপুলিশের টিম রয়েছে। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক দেশের বাইরে রয়েছেন। ইতোমধ্যে পুলিশের সঙ্গে কারখানার একজন মহাব্যবস্থাপকের (জিএম) যোগাযোগ হয়েছে। তিনি কারখানায় এসে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।