“এসো এক সাথে মোরা দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আমজনগন পার্টি কুমিল্লা জেলা কমিটির উদ্যেগে ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক
জেলা আহবায়ক এডভোকেট জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আমজনগন জনগন পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা বিভাগীয় সংগঠক আবুল কালাম আজাদ ও এডভোকেট স্বপন কুমার সরকার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলাম বাবু, সোলেমান মিয়াজী, রবিউল ইসলাম রুবেল, সাংবাদিক মহিউদ্দিন মন্টি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ আমজনগন পার্টি হচ্ছে সাধারণের মানুষের দল। ন্যায্যতা, সুশাসন প্রতিষ্ঠা করা, মজুলুমের পক্ষে কথা বলা,একাদ্বশ শ্রেনী পর্যন্ত বিনা বেতনে পড়া শোনার সুযোগ করে দেয়া ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়াই হচ্ছে এ দলের মূল লক্ষ।