1. admin@songbadsaradesh.com : songbad :
কুমিল্লায় শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানোৎসব অনুষ্ঠিত - সংবাদ সারাদেশ
৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১০:০৬|
শিরোনাম :
ভুয়া ডাক্তার ও প্রতারণামূলক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্টের ৩০ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটায়ের দাবীতে মানববন্ধন হারানো বিজ্ঞপ্তি বরুড়ায় স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার মুকুন্দপুরে অগ্নিকান্ডে গবাদিপশু ও বসতঘর পুরে ছাই বরুড়ায় সেচ্ছাসেবীদের মিলনমেলা শরীয়তপুরে মিয়া নুরুদ্দিন অপুর জন্মদিন পালন করলেন নুরুজ্জামান বেপারী সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ ,ফ্যাসিস্টের দোসররা জামায়াতকে কলুষিত করতে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে —মাওলানা হাবিবুর রহমান দেবীদ্বারে আট সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা!মোবাইল- ক্যামেরা ছিনতাই, ১২ জন আহত না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিন

কুমিল্লায় শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানোৎসব অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২০ টাইম ভিউ

কুমিল্লায় শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানোৎসব অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে আজ বুধবার (১১ জুন ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে জ্যৈষ্ঠের খরতাপে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে শীতল করতে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে ১০৮ কলস জল দিয়ে স্নান করানো হয়।
জানা যায়- আর জগন্নাথ দেবের সেই পবিত্র স্নানযাত্রার তিথিটিই হচ্ছে জৈষ্ঠ্য পূর্ণিমা। এ স্নান যাত্রা হলো পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদীতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়।
স্কন্দপুরাণে আছে- রাজা ইন্দ্রদ্যুম্ন কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন জগন্নাথদেবের জন্য তখন থেকেই পালিত হয় স্নানযাত্রা। জগন্নাথ দেব পূজিত হন নারায়ন হিসাবে। জগন্নাথ নামের অর্থ জগতের ঈশ্বর। স্নানযাত্রা জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবে পালন করা হয়। স্নান যাত্রার আগে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে আবৃত করা হয় রেশমি বসন দিয়ে। স্নানযাত্রা দিনেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তৈরি বিশেষ বেদিতে তাদের আনা হয়। স্নান বেদিকে বিশেষভাবে পুজো করা হয়। ১০৮ টি জলভর্তি ঘড়া দিয়ে বিগ্রহের অভিষেক সম্পন্ন করা হয়। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমাতে স্নানযাত্রা হওয়ার পর আষাঢ় মাসের অমাবস্যা পর্যন্ত জগন্নাথ দেবের নিত্যপুজা হলেও সাধারণ মানুষের থেকে দূরে রাখা হয়।
কথিত আছে- স্নান যাত্রার পর জগন্নাথদেবের জ্বর আসে; সেই কারণেই রথ যাত্রার আগে পর্যন্ত ১৫দিন জগন্নাথদেব বিশ্রামে থাকেন। স্নান যাত্রার পরে আষাঢ় মাসে রথ যাত্রার দিনে আবারো নব সাজে রাজবেশী জগন্নাথ দেবকে সবার সামনে আনা হয়।
পুরাণে উল্লেখিত আছে- জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির যেসব ভক্তগণ জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ দর্শন করেন অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য ফল অর্জন করে এবং গুন্ডিচা মন্দির অর্থাৎ পুরীকে মর্তের বৈকুণ্ঠ বলা হয়। এরই সাথে এই বিশেষ স্নান যাত্রা দর্শন যেকোনো তীর্থস্নান এর থেকেও শত গুন বেশি ফল দেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories

© All rights reserved 2024 সংবাদ সারাদেশ