1. admin@songbadsaradesh.com : songbad :
জলঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানে জমি দান করে দশ বছর পর মালিকানা দাবী - সংবাদ সারাদেশ
৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৬:৪৫|
শিরোনাম :
ভুয়া ডাক্তার ও প্রতারণামূলক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্টের ৩০ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটায়ের দাবীতে মানববন্ধন হারানো বিজ্ঞপ্তি বরুড়ায় স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার মুকুন্দপুরে অগ্নিকান্ডে গবাদিপশু ও বসতঘর পুরে ছাই বরুড়ায় সেচ্ছাসেবীদের মিলনমেলা শরীয়তপুরে মিয়া নুরুদ্দিন অপুর জন্মদিন পালন করলেন নুরুজ্জামান বেপারী সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ ,ফ্যাসিস্টের দোসররা জামায়াতকে কলুষিত করতে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে —মাওলানা হাবিবুর রহমান দেবীদ্বারে আট সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা!মোবাইল- ক্যামেরা ছিনতাই, ১২ জন আহত না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিন

জলঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানে জমি দান করে দশ বছর পর মালিকানা দাবী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭ টাইম ভিউ

জলঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানে জমি দান করে দশ বছর পর মালিকানা দাবী

তপন দাস, নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জলঢাকায় একটি বালিকা বিদ্যালয়ে জমি দান করে দীর্ঘ ১০ বছর পর মালিকানা দাবী করে কোর্টে পিটিশন মামলা দায়ের করেছেন দাতা সদস্যের অংশীদার আব্দুল আজিজ ( ৫০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির যেমন সার্বিক উন্নয়ন কর্মকান্ড ব্যহত হয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে তেমনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে দাতা সদস্যের টানটান উত্তেজনা বিরাজ করছে। উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত বাজার সংলগ্ন স্বাধীন বাংলা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সুত্রমতে দীর্ঘ কয়েক বছর লবিংয়ের পর শিক্ষা প্রতিষ্ঠানটিতে বাউন্ডারি ওয়াল নির্মানের বরাদ্দ আসে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাউন্ডারি নির্মান কাজ করতে গেলে দাতা সদস্য আকবার আলী নির্মান কাজ ভেঙে দিয়ে চলমান কাজে বাধাঁ নিষেধ করেন। দাতা সদস্য আকবার আলীর অভিযোগ আমাকে না জানিয়ে বাউন্ডারি ওয়াল নির্মান করছে কেন..! এতে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে দাতা সদস্যের কথা কাটাকাটি হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হালিমুর রহমান জানান, এক সপ্তাহ খানেক পর পরিকল্পিত ভাবে দাতা সদস্য আকবার আলী তার আপন ছোট ভাই আব্দুল আজিজ কে দিয়ে বিদ্যালয়ের দানকৃত জমির মাঝ বরাবর ভাগ করে অংশীদারত্বের অংশ হিসাবে জেলা কোর্টে একটি পিটিশন মামলা দায়ের করে। যাহার নং এমআর ৩৬৪/২৫ (জল) ধারা১৪৪/১৪৫। উক্ত মামলাটি আমলে নিয়ে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জলঢাকা থানার এ.এস আই সিরাজুল ইসলাম কর্তৃক তদন্ত পূর্বক কোর্ট নোটিশ প্রেরণ করেন। এতে বাউন্ডারি ওয়াল নির্মান কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সুত্রমতে নেকবক্ত মৌজার জে.এল নং ৭০, এস. এ ১৭৮ খতিয়ানের ২৬৮৭ দাগে ৬৮ শতকের মধ্যে বিশ শতক জমি স্বাধীন বাংলা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নামে দানপত্র করে দেন মৃত বছির উদ্দীনের ছেলে আকবার আলী। যার দলিলপত্র করে দেয় গত ২০১৭ সালের ২৩শে মে। অন্যদিকে দাতা সদস্য আকবার আলীর ছোট ভাই আব্দুল আজিজ গণমাধ্যমকে বলেন, জমি ৬৮ শতক ঠিক আছে। আমার বড় ভাই সামন ধরেছে আমি পিছন নিবো একা। এটি হয় না। তাই আমি সামন দিয়ে বরাবর ভাগ চাই। এতে শিক্ষা প্রতিষ্ঠানটি দ্বিখণ্ডিত হবে এমন প্রশ্নের উত্তরে আব্দুল আজিজ জানান, এতে আমার কিছু যায় আসে না। আমি সামন অংশ চাই। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হালিমুর রহমান জানান, প্রতিহিংসা চরিতার্থে পরিকল্পিত ভাবে দাতা সদস্য আকবার আলী তার ছোট ভাইকে দিয়ে জমির ভাগ চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির সম্মান নষ্ট করছে। এছাড়া এ বিদ্যালয়ের সঙ্গে যারা সম্পৃক্ত নয় ( ইব্রাহিম ও জয়নাল আবেদীন ) কে জড়িয়ে পিটিশন মামলা দায়ের করেছে। যা এলাকায় সমালোচনার পাত্র হয়েছে। জমি দান করে ১০ বছর পর দাবী করা এটি চরম লজ্জাজনক ব্যাপার। জমি দানের সমস্ত ডকুমেন্টস প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে। তদন্ত সাপেক্ষে আমরা প্রকাশ করবো। এ সময় প্রধান শিক্ষক হালিমুর রহমান জানান, অনেক কষ্টের পর এ শিক্ষা প্রতিষ্ঠানটি যখন সার্বিক উন্নয়ন অগ্রগতি হচ্ছে ঠিক সেই সময়ে প্রতিহিংসা চরিতার্থে একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানটি নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি রক্ষার্থে আমি স্থানীয় প্রশাসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ এলাকাবাসীর সার্বিক সহায়তা কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories

© All rights reserved 2024 সংবাদ সারাদেশ