বেগমগঞ্জে প্রবীণ দিবসের র্যালি অনুষ্ঠিত হয়।
মু. অলি উল্লাহ ইয়াছিন
স্টাফ রিপোর্টার নোয়াখালী।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে শুধু মাত্র ২জন প্রবীণ ও উপজেলা কর্মকর্তা কর্মচারীদের নিয়ে প্রবীণ দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সামনে উপজেলা সমাজসেবা কর্মকর্তার আয়োজনে প্রবীণ দিবস উপলক্ষে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে সমাজসেবা কর্মকর্তা ও তার অফিসের তিনজন কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, ও শিক্ষা অফিসের হিসাব রক্ষক আবদুর রেজ্জাকসহ উপজেলায় সেবা নিতে আসা এক নারী, মুক্তিযোদ্ধা অফিসের জিন্নাহ মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন মাত্র ২জন প্রবীণ।
এই নিয়ে উপজেলা তোলপাড় সৃষ্টি হয়েছে এবং অনেকেই এ নিয়ে সমাজসেবা কর্মকর্তাকে দায় করেছেন।
একজন প্রবীণ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের আগে কেউ কিছু বলেনি। আমরা অন্য অফিসে কাজের জন্য এসেছি। কিন্তু পরে হঠাৎ করে প্রবীন দিবসের র্যালিতে ডেকে এনে দাড়িয়ে দেয়।
বেগমগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা
নাছরুল্যাহ আল মাহমুদ বলেন সরকার দিবস পালন করতে বললেও দিবস পালনে উপজেলায় সরকারি কোন তহবিল না থাকায় আমরা যথাযথ দিবস পালন করতে পারি না।
সাংবাদিকদের তিনি বলেন এমনকি আজকের দিবস পালনের যে ব্যানার হয়েছে তাও আমার পকেটের টাকা দিয়ে করেছি।
এমন অবস্থা সরকারি বিভিন্ন খাতে টাকা বরাদ্দ করলেও প্রবীন অর্থাৎ সমাজের শেষ বয়সের মানুষদের কে নিয়ে দিবস পালনে কোন অর্থ বরাদ্দ না থাকায় তাদের প্রতি সমাজের মানুষের দায়বদ্ধতা কোথায় কি ঠেকলো,,?
স্থানীয় সচেতন মহল বলছেন, প্রবীণদের বাদ দিয়ে প্রবীণ দিবসের আয়োজন করা শুধু অবহেলা নয়, এটি প্রবীণ সমাজের প্রতি চরম অসম্মান।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্ত উপস্থিত ছিলেন।